জেলার খবর
বিজিবি- বিএসএফের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সহোদরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর

পরশুরামের বিজিবি- বিএসএফের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সহোদরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর
আবু ইউসুফ মিন্টু:-
পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের ৮ নং ওয়ার্ডের খারিজকোনা এলাকার কালাধন সরকারে দুই ছেলে মো: করিম ও স্বপন নামের দুই ভাইয়ের লাশ বাংলাদেশ ভারত সিমানার হিয়াল্যা টিলা মাঠ সংলগ্ন একটি স্থান থেকে উদ্ধার করা হয়।
দুপুরে বিজিবি -বিএসএফের দ্বি পাক্ষিক বৈঠক শেষে ভারতীয় বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি পরশুরাম মডেল থানার পুলিশের কাছে দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করেছে।





