শিক্ষাঙ্গন

চান্দিনা হারং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের সূচনা

চান্দিনা হারং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের সূচনা

 

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

চান্দিনা পৌর এলাকার হারং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ সূচনা করা হয়। শনিবার (৩ নভেম্বর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ওই কাজের সূচনা অনুষ্ঠানে ফলক উন্মোচন ও প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

 

প্রধান অতিথি বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষা, শিক্ষারমানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপক উন্নয়ন করেছেন।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক কাজী জাফর উল্লাহ্ আজাদ কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের বিদ্যুৎশাহী সদস্য মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো. শাহজাহান সরকার, অভিভাবক সদস্য মো. মোস্তফা কামাল, মো. জামাল উদ্দিন, মো. হারুনুর রশিদ, স্বপন চন্দ্র সরকার, প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ আয়েশা আক্তার, সিনিয়র শিক্ষক শক্তি নারায়ণ বক্সী, ইন্দ্রজিৎ দত্ত, মো. জসিমুজ্জামান ভূইয়া, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী মো. সাদেকুর রহমান, মাওলানা মো. সালাহ্ উদ্দিন আল ক্বাদেরী প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker