বাড়ির পাশের ধানখেত থেকে নবজাতক কুড়িয়ে পেলেন কৃষক। পরম যত্নে নবজাকককে নিজের বুকের দুধ পান করিয়ে বাঁচালেন কৃষকের স্ত্রী। মা এর মমতা দিয়ে নিজের কাছেই আগলে রাখলেন সেই কৃষকের স্ত্রী।