জেলার খবর

হারিয়ে যাওয়ার ৭মাস পর সোনাগাজীর শিশু চট্রগ্রামে উদ্ধার

হারিয়ে যাওয়ার ৭মাস পর সোনাগাজীর শিশু চট্রগ্রামে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
হারিয়ে যাওয়ার সাত মাস পর তানভীর আহম্মদ (১২) নামে এক শিশুকে চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। সে চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশ জানায়, চলতি বছরের ৩ মার্চ শিশুটি সোনাগাজী বাজার থেকে হারিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে তার পিতা একই দিন রাতে সোনাগাজী মডেল থানায় একটি নিঁখোজ ডায়রি করেন। সোনাগাজী মডেল থানার জিডি নং-১১৫, তাং-০৩-০৩-২০২০খ্রি.
শনিবার রাতে চট্রগ্রাম কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় শিশুটি রহস্যজনকভাবে ঘুরাঘুরি করলে স্থানীয়রা তাকে আটক করে। তাদের কাছে তার নাম ঠিকানা প্রকাশ করলে সোনাগাজী মডেল থানার এসআই সাইফ উদ্দিনের নেতৃত্বে পুলিশদল চট্রগ্রামে গিয়ে তাকে উদ্ধার করে। রোববার সকালে স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেনের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker