চান্দিনা

উত্তাল মাইজখার ইউনিয়ন, সেন্টুর উপর হামলার বিচার দাবীতে প্রতিবাদ সভা ও গনমিছিল।

উত্তাল মাইজখার ইউনিয়ন, সেন্টুর উপর হামলার বিচার দাবীতে প্রতিবাদ সভা ও গনমিছিল।

 

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সালমান বিন মুর্তজা।

কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদের সামনে ছাত্রলীগ আয়োজিত ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সেন্টু উপর হামলার ঘটনা প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৯ নং মাইজখার আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এই সময় বক্তৃতারা স্থানীয় চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান কে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং হুশিয়ারী করে বলেন যতদিন পর্যন্ত সেন্টুর উপর হামলার বিচার না হবে ততদিন শাহ্ সেলিম প্রধান কে ইউনিয়ন পরিষদ ও ৯ নং মাইজখার ইউনিয়নে অবস্থান করতে দেওয়া হবেনা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker