চান্দিনা
আসছে নির্বাচনে চান্দিনার পৌর মেয়র জনগণের কি ভাবনা, কেমন চায় পৌর মেয়র।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সানজিদা আক্তার।

আসছে নির্বাচনে চান্দিনার পৌর মেয়র জনগণের কি ভাবনা, কেমন চায় পৌর মেয়র।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সানজিদা আক্তার।
আসছে নির্বাচনে পৌরসভার মেয়র পদপ্রার্থীদের প্রচার প্রচারণা চলছে অনবরত সমগ্র বাংলাদেশে ঠিক তেমনি চান্দিনার অবস্থা, আগামীর পৌর মেয়র কেমন চায় জনগণ এই নিয়ে পৌরসভার ৭ টি ওয়ার্ডের জনগণের সাথে কথা বলেছে আমাদের স্থানীয় প্রতিনিধি।
চান্দিনার পৌরসভার জনগণ আগামীর পৌর মেয়র চায় যিনি জনগণের কল্যানে কাজ করবে বেকারত্ব দুর করবে প্রত্যেক ওয়ার্ডে সড়ক সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হবে যিনি দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করবে,চাঁদাবাজি সন্ত্রাসী মাদক বাল্যবিবাহ সহ সব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করবে এবং এবং একটি উন্নত মডেল পৌরসভা গড়ে তুলবে এবং গরীব মেহনতী মানুষের দুঃখে সুখে সেবা করবে এমন ভাবনা জনগণের,চান্দিনা পৌরসভা মেয়র কেমন চাই এই শিরোনামে ২য় পর্ব প্রতিবেদনে নিয়ে আমরা আসছি খুব শীগ্রই।