জেলার খবর
২৪ বছর প্রবাস জীবন কাটিয়ে স্ত্রীর প্রতারণায় সর্বস্ব হারিয়ে প্রবাসীর আত্মহত্যা

২৪ বছর প্রবাস জীবন কাটিয়ে স্ত্রীর প্রতারণায় সর্বস্ব হারিয়ে প্রবাসীর আত্মহত্যা
কুমিল্লা কোতোয়ালি থানার কালীরবাজার ইউনিয়নের মনশাষন গ্রামের আব্দুল জলিল পিতা, আইউব আলী দীর্ঘ ২৪টি বছর দ্বরে সৌদি প্রবাসী। তার স্বপ্ন ছিলো স্ত্রী, সন্তানদের সুখি করার, ছেলে, মেয়েদের উচ্চশিক্ষিত করে গড়ে তোলার। কিন্তু স্ত্রীর লোভের কাছে হার মেনে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন।
এ সংবাদটি আমাদের নিকট লিখে পাঠিয়েছেন আত্মহত্যাকারী আব্দুল জলিলের ভাতিজা সৌদি প্রবাসী মোঃ হানিফ গাজী। তিনি আমাদের জানান —
আমার চাচা আব্দুল জলিল দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর প্রবাস জীবন কাটিয়েছেন ,শেষ করেছেন নিজের জীবন যৌবন, ইনকাম করেছেন অনেক টাকা নিজের জন্য না নিজের ছেলে মেয়ে মানুষ করার জন্য ,উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলে মেয়ে কে নিয়ে ছিল অনেক বড় স্বপ্ন ,আমার চাচার এই সরলতাই ছিল তার বউয়ের বড় হাতিয়ার ছেলে মেয়ের কথা বলে বিভিন্নভাবে ইমোশনালি গেম খেলে চাচার কাছ থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন , উনার বউ নিজের নামে দলিল করে নিয়েছেন কোটি টাকার সম্পদ , এখন শুনতে পাই উনার বউ একাধিক পরকীয়া করে আসছে বছরের পর বছর ,এজন্যই আমার চাচার সাথে বছরের পর বছর খারাপ ব্যবহার আর মানসিক অত্যাচার আর হুমকি-ধামকি দিয়ে আসছে প্রতিনিয়ত, তালাক দিয়ে দেবে প্রতিমাসে তাকে লক্ষ লক্ষ টাকা না দিলে, করুনার ভাইরাস এর সময় চাচা টাকা দিতে পারে নাই তার জন্য লাস্ট 7-8 মাস যাবত উনার বউ আর মেয়ে উনার শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে মানসিক অত্যাচার করে আসছে, আত্মহত্যা করার জন্য চাচাকে প্রতিনিয়ত হুমকি-ধামকি আর মানসিক অত্যাচার করে উনার বউ ,প্রতিনিয়ত গালাগালি করত আর বলতো তুই মইরা যা তোর মত স্বামী আমার লাগবে না তুই মর তুই মরলে আমরা খুশি হব ,টাকা না দিতে পারলে মইরা যা উনার বউ উনার মেয়েকে দিয়ে ও খারাপ ব্যবহার করাতো উনার সাথে, মেয়েকে দিয়ে প্রস্তাব দিছে 20 লাখ টাকা দিয়ে দিবে আর তালাক পেপার পাঠায় দিবে আমার চাচা যেন এ 20 লাখ টাকা নিয়ে তালাক পেপারে সাইন কইরা দেয় ,আর কুমিল্লার যে সম্পদ গুলো আছে ওই গুলোর দিকে যেন চোখ তুলে না তাকায়, আর মেয়ে বউ শাশুড়ি এ কথা বলে আমার চাচাকে প্রতিনিয়ত মানসিকভাবে অত্যাচার করতো, আমার চাচা অনেক চেষ্টা করেও বউ মেয়ে শাশুড়িকে বুঝাতে পারে নাই শেষ পর্যন্ত উনি বউ এর একাধিক পরকীয়া আর বউ মেয়ে ও শাশুড়ির ষড়যন্ত্রের কাছে হেরে গেলেন , তাই নিজের জীবন দিতে বাধ্য করা হল আমার চাচাকে , জীবন দেওয়ার আগে ভিডিও করে ষড়যন্ত্রকারীদের নাম বলে যান এবং গ্রামবাসী আর দেশের মানুষের কাছে বিচার চেয়ে গেলেন ,দয়া করে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন ষড়যন্ত্রকারীদের কঠিন বিচার হয় আর যেন কোন প্রবাসীর বউ তার স্বামীকে এভাবে পরিকল্পিতভাবে আত্মহত্যার মত পাপ কাজ করতে বাধ্য কারার সাহস না পায়
চাচার বাড়ী – কুমিল্লা …থানা কোতোয়ালি , ইউনিয়ন কালির বাজার, গ্রাম মনশাষন দক্ষিণপাড়া সিদ্দিক মাষ্টারবাড়ি ,পোস্ট অফিস শরৎনগর… আমার চাচার নাম আব্দুল জলিল, পিতা. আইয়ুব আলী
চাচীর বাড়ী – কুমিল্লা বরুড়া থানা গ্রাম মহেশপুর পিতার নামঃ হাজী আবদুল্লাহ চাচির নাম নাম আশরাফুন নাহার পান্না





