চান্দিনা
চান্দিনায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

চান্দিনায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ
।। মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনায় জৈব বালাই ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে পান ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় ও রোগ-বালাই দমন বিষয়ে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে চান্দিনাস্থ ডিই প্রশিক্ষণ হলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপী ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। বাংলাদেশে শাক-সবজি, ফল ও পান ফসলের পোকা-মাকড় ও রোগ-বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণে উপজেলার মোট ৩৫জন কৃষক অংশগ্রহণ করেন।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন প্রকল্পের ডিপিডি মো. রেজাউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন- খামারবাড়ি কুমিল্লার উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত, জেলা প্রশিক্ষণ অফিসার মো. শহিদুল হক, চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমেনা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শৈলেশ চন্দ্র মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, মো. সফিকুল ইসলাম প্রমুখ।