জাতীয়

৩ জেলা ও ৯ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

৩ জেলা ও ৯ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

মনোনয়ন বোর্ডের সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।৩ জেলা, ৯ উপজেলা ও ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুরে শামসুল হক, মাদারীপুরে মুনির চৌধুরী, মৌলভীবাজারে মিছবাহুর রহমানের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এছাড়া ৯ উপজেলায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে যাদের নামা ঘোষণা করা হয়েছে তারা হলেন, নওগাঁর মান্দা উপজেলায় মোঃ এমদাদুল হক, যশোর সদর উপজেলায় নুরজাহান ইসলাম নীরা, বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়হান উদ্দিন শান্ত, খুলনার পাইকগাছা উপজেলার মোঃ আনোয়ার ইকবাল, মাদারীপুরের শিবচর উপজেলায় আঃ লতিফ মোল্লা, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মোঃ ইকবাল আল আজাদ, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোহাম্মদ আলী, চাঁদপুরের মতলব দক্ষিণব উপজেলার বিএ ইচ এম কবির আহমেদ, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্বজন কুমার তালুকদার।জেলা ও উপজেলা ছাড়াও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থীদের চুড়ান্ত নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker