চান্দিনা
কৈলাইন লক্ষিপুর নতুন বাজার থেকে ধেরেরা পর্যন্ত কন্ট্রাক্টরের খামখেয়ালীপনায় রাস্তাটি মরন ফাঁদে চলাচলকারীরা।

কৈলাইন লক্ষিপুর নতুন বাজার থেকে ধেরেরা পর্যন্ত কন্ট্রাক্টরের খামখেয়ালীপনায় রাস্তাটি মরন ফাঁদে চলাচলকারীরা।
কৈলাইন লক্ষিপুর নতুন বাজার থেকে ধেরেরা বাজার পর্যন্ত রাস্তা বিপায়রিং জন্য (এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা) বরাদ্ধ দিয়ে,রাস্তাটি মজবুত,টেকসই করার নির্দেশ ও দ্রুত কাজ সম্পূর্ণ করতে উপজেলা ইন্জিনিয়ারকে তাগিদ দিয়েছেন, চান্দিনা উন্নয়নের রুপকার অধ্যাপক আলী আশরাফ এম পি মহোদয়,জোয়াগ ইউনিয়নের জনগন ভালো থাকার জন্য, কন্ট্রাক্টর এ মাসের মধ্যে রাস্তাটি সম্পূর্ণ করার চুক্তি থাকলেও কন্ট্রাক্টরের খামখেয়ালীপনা অবহেলায় আজ রাস্তাটির বেহাল অবস্থায়,খাদা খন্দকের কারনে প্রতিনিয়ত রিকসা,অটো,সিএনজি যাএীসহ গাড়ী উল্টে জনগন আহত হচ্ছে, উপজেলা ইন্জিনিয়ার এর কাছে আকুল আবেদন বর্তমান কন্ট্রাক্টর মানুষকে যে ভোগান্তি দিয়েছে তা ক্ষমাহীন, দ্রুত রাস্তাটি সম্পূর্ণ করার জোর দাবি জানাচ্ছি।





