কুমিল্লা সদর

কুমিল্লা ডিবি পু‌লিশের অ‌ভিযা‌নে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১জন,

‌কুমিল্লা ডিবি পু‌লিশের অ‌ভিযা‌নে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১জন,

 

কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি টিম গতকাল রাত আনুমা‌নিক ১০ টার সময় জেলার চৌদ্দগ্রাম উপ‌জেলায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৫০ কে‌জি গাজাঁ ও ২০০ পিস ইয়াবাসহ নুরু না‌মের এক মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে।‌ডি‌বি সুত্র জানায়,

গতকাল রাত আনুমা‌নিক ১০ টার সময় গোপন সংবা‌দে খবর পে‌য়ে ডি‌বি পু‌লি‌শের এলআই‌সি টি‌মের এসআই নজরুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সঙ্গীয় এসআই   ইক‌তিয়ার উ‌দ্দিন, এএস আই আ‌রিফ হো‌সেন, অসীম রায় সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম উপ‌জেলার টাইমস্কয়ার হো‌টে‌লের পা‌শে কলাবাগান এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে  মাদক ব্যবসায়ী  নুরুল ইসলাম নুরু‌কে গ্রেফতার ক‌রে।  ঘটনাস্থল থে‌কে ২০০ কে‌জি গাজাঁ উদ্ধার ক‌রা হয় এবং ধৃত আসামীর দেহ তল্লাশি ক‌রে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত নুরু সদর উপ‌জেলার ধু‌তিয়া দিঘীরপাড় এলাকার ফুল মিয়ার ছে‌লে।অপর আসামী সদর দ‌ক্ষিন উপ‌জেলার চৌয়ারা উলুরচর এলাকার মাদক ব্যবসায়ী স‌ফিক পা‌লি‌য়ে যায়। ধৃত ও পলাতক আসামীর বিরু‌দ্ধে পু‌লিশ বাদী হ‌য়ে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রে। চৌদ্দগ্রাম থানায় মামলা নং ২৯ তা‌রিখ ২৯/১০/২০১৮ ইং।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker