চান্দিনা

ক্ষমতাসীন সময়ের রাজনীতিতে যে যতো বড় ভন্ড,সে ততো বেশী ক্ষমতাশালী,

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আজাদ।

ক্ষমতাসীন সময়ের রাজনীতিতে যে যতো বড় ভন্ড,সে ততো বেশী ক্ষমতাশালী,যে যতো বড় বাটপার সে ততো বড় সাকসেস ফুল , যে যতো বড় অভিনেতা সে ততো বড় সাধুরুপধারী , যে যতো বড় চোর সে ততোই বেশী সৎজীবন ভাবধারী,যে যতো বেশী লুচ্চা সে ততো বড় চরিত্রবান সেজে বসে থাকে , যে যতো বড় মিথ্যুক সে ততো বেশী সত্যের বুলি ফোটাতে থাকে নাকে মুখ, যে যতো বড় ঠকবাজ সে ততো বড় আমানতদার সেজে বসে থাকে ,যে অশিক্ষিত বর্বর সে ততো বেশী শিক্ষিতের ভাবধারী , যে যতো বড় চামচা সে ততোই কাছের লোক , যে যতো বড় মাদকসেবী সে ততো বেশী মাদক বিরোধী ভাব ধরে ,যে যতো বড় ভীতু সে ততো বড়ই সাহসী সেজে থাকে ,যে যতো বড় প্রতারক সে ততো বড় হাতেমতাই রুপধারী ,যে যতো বড় ছলনাময়ী সে ততো বড় মেধাবী রুপধারী , আর যে যতো বেশী কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সে ততো বড় কর্মীবান্ধব সেজে বসে থাকে ।

 

সবশেষে দু:সময়ে  যারা ছিলোনা রাজপথে অথবা ফাঁকিবাজ অথবা সুযোগসন্ধানী তাদেরকেই বলা হয় ক্রিয়েটিভ এবং ক্লিন ইমেজধারী ।

স্বৈরাচার এরশাদের সময় ছাত্ররাজনীতি থেকে বিদেশে পড়তে যাওয়া , বিরোধী দলের সময় উচ্চ শিক্ষার নামে দেশ বিদেশে সাপের গর্তে লুকিয়ে থাকা চূড়ান্ত ভাবে ১/১১ তে নেত্রীর পাশে থাকতে না চাওয়া কিংবা নিজেকে নিরাপদ রাখা প্রত্যেকটি অমানুষের চরিত্র এক এবং অভিন্ন । এরাই বর্তমানে ক্লিন ইমেজধারী এবং মেধাবী সেজে বসে আছে এবং বিপথে পরিচালনার চেষ্টা করছে ।ওহে অমানুষের দল মধু খেয়ে চলে যাবি  কিন্তু চাকটা ভাঙিসনা তাইলে যারা মধু সংগ্রহ করে তারা আশ্রয়টুকুও হারাবে ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker