অপরাধজাতীয়

সোনাগাজীর ওসি মঈন প্রত্যাহার, নতুন ওসি সাজেদুল

সোনাগাজীর ওসি মঈন প্রত্যাহার, নতুন ওসি সাজেদুল

সোনাগাজী প্রতিনিধিঃসোনাগাজীতে এক চা দোকানীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। ২৫ এপ্রিল শনিবার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র আরো জানায়, সোনাগাজী মডেল থানার ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ফেনী মডেল থার ওসি (তদন্ত) ছিলেন।

জানাযায় বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

সোনাগাজী মডেল থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ভিকটিমের শারিরীক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker