খেলাধুলা
পরের রাউন্ডে যাওয়ার জন্য আফগানিস্তানকে কত তাড়াতাড়ি ম্যাচ জিততে হবে?
শিয়া কাপে সুপার ফোরের ৩ দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ ‘এ’ থেকে উঠে গেছে পাকিস্তান ও ভারত। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন লড়াই চলছে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে।

শিয়া কাপে সুপার ফোরের ৩ দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ ‘এ’ থেকে উঠে গেছে পাকিস্তান ও ভারত। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন লড়াই চলছে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে।
এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাট করে আফগানদের সামনে ২৯২ রানের বড় লক্ষ্য দিয়েছে শ্রীলংকা। এই ম্যাচে শ্রীলংকা জিতলে কোনো হিসাব ছাড়াই চলে যাবে সুপার ফোরে। তবে শুধু জয় পেলেই হবে না, আফগানিস্তানকে সুপার ফোরে উঠতে হলে জিততে হবে বড় ব্যবধানে।
জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএনের তথ্য অনুযায়ী, শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান যদি ৩৭ ওভার ১ বলের মধ্যে জিততে পারে তাহলে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। তাই বেশি আগ্রাসী হয়ে খেলতে হবে তাদের। যদিও এটি আফগানদের জন্য বেশ কঠিন।
এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ শ্রীলংকা-আফগানিস্তানের মধ্যকার গ্রুপপর্বের শেষ এই ম্যাচে বাগে পেয়েও লংকানদের আটকাতে পারেননি রশিদ খান-মুজিব-উর-রহমানরা। একপর্যায়ে ২২৭ রানে ৭ উইকেট ফেলে দিলেও শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে সক্ষম হয় দলটি।