চান্দিনা
চান্দিনায় মরহুম জলিল স্যারের স্মৃতিচারণ সভা

চান্দিনায় মরহুম জলিল স্যারের স্মৃতিচারণ সভা
মো. আবদুল বাতেন।।
কুমিল্লার চান্দিনা উপজেলার প্রবীণ শিক্ষক মরহুম আবদুল জলিল সরকারের স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাঁর নিজ বাড়ি চান্দিনার হারং গ্রামে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম শিক্ষক আবদুল জলিল সরকারের প্রাক্তণ ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে।
সন্তানদের প্রতিষ্ঠিত ‘আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্ট’ আয়োজিত স্মরণ সভায় স্বাগত বক্তৃতা করেন তৃতীয় ছেলে প্রকৌশলী মাহবুবুল হক সরকার।
জ্যেষ্ঠ কন্যা শাহিন আক্তার এর সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন প্রবীণ ওই শিক্ষকের শিক্ষকতা শুরুর প্রথম জীবনের ছাত্র প্রবীণ আওয়ামীলীগ নেতা কালী ভূষণ বক্সী, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোখলেছুর রহমান দুলু, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা শওকত হোসেন ভূইয়া, অধ্যাপক কামরুল হাসান ভূইয়া মুকুল, অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর কাউন্সিলর শাহজাহান সরকার, সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সাধারণ সম্পাদক কমল বক্সী, শিক্ষক নেতা সাহিদা আক্তার, আব্দুল মালেক ভূইয়া, আব্দুস ছালাম ভূইয়া, আব্দুল বারীক।
উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় মরহুম আব্দুল জলিল সরকারের সহধর্মীনি রহিমা খাতুন, মেয়ে রৌশন আরা, সামছুন্নাহার, ছেলে মাসুদুল সরকার, মেয়ে নূরুন্নাহার, ডা. কামরুন্নাহার, ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম, ডা. শুক্লা বক্সী, অধ্যাপক হেদায়েত উল্লাহ, আব্দুস ছালাম, আব্দুল মতিন কমিশনার, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন প্রমুখের উপস্থিতিতে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবদুল জলিল সরকার ও ট্রাস্ট্রের জন্য দোয়া মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, ‘আব্দুল জলিল সরকার স্মৃতি ট্রাস্ট’ এর উদ্যোগে ওই এলাকায় একটি এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রম নির্মাণ কাজ চলছে।





