রাজনীতি

নৌকায় ভোট দিন,উন্নয়নের জোয়ার অব্যাহত রাখুন,মোঃ শামীম।কৃষি বিষয়ক সম্পাদক, ৯৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাফরুল, ঢা:ম:উ:

নৌকায় ভোট দিন,উন্নয়নের জোয়ার অব্যাহত রাখুন,মোঃ শামীম।কৃষি বিষয়ক সম্পাদক, ৯৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাফরুল, ঢা:ম:উ:

 

→আপনি নৌকায় ভোট দিয়ে” ঢাকা-চট্টগ্রাম রোড চার লাইনে রুপান্তিত “করায় আপনি নাগরিক সুবিধা ভোগ করছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে” পতেঙ্গা হতে সীতাকুণ্ড পর্যন্ত রিং রোড নির্মাণ সহ পর্যটন “নগরী নির্মাণ করে আপনার স্বপ্নের পরিধি বাড়িয়ে তুলেছেন।

→ আপনি নৌকায়  ভোট দিয়ে দেশের গর্ব “সেনাবাহিনী, নৌবাহিনী, ও বিমানবাহিনী জন্য আধুনিক সরঞ্জাম সংযুক্ত করে” শক্তিশালী দেশরক্ষার জন্য উপযোগী বাহিনী  হিসাবে গড়ে তোলা সম্ভব হয়েছে।যা আপনি ও গৌরবের অধিকারী।

→আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে “আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিমিশনে ” বাংলাদেশর বিভিন্ন বাহিনী  সুনামের সহিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বাড়ানো ও বৈদেশিক মুদ্রা অর্জন  করছে।যাতে আপনি ও লাভবান হচ্ছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে “কম দামে মোবাইল” ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

১৪) আপনি নৌকায় ভোট দিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যকেন্দ্রে “স্বাস্থ্য সেবা” পাচ্ছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে ইউনিয়ন পর্যায়ে “ডিজিটাল সেবা”( রেমিটেন্স,আইডি,নাগরিক তথ্যাদি,ইত্যাদি) পাচ্ছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে আশানুরূপ  “ব্রিজ, কালভার্ট,উন্নত যোগাযোগব্যবস্থার “সুযোগ ভোগ করছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে নিত্য প্রয়োজীয় পণ্যের “স্থিতিশীলতার পরিবেশের” সুযোগ ভোগ করছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে” মুক্তিযোদ্ধা সন্মানী বাড়ানো ও আনুষাঙ্গিক সুবিধাদি” ভোগ করছেন।যা কোন সরকার বিগত সময়ে করেনি।।

→আপনি নৌকায় ভোট দিয়ে “বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার” জন্য বিভিন্ন ভাতার প্রচলন করে সামাজিক নিরাপত্তা বেস্টনীকে আরো দৃঢ় করায় কিছু অসহায় মানুষ সুন্দর ভাবে বাচাঁর স্বপ্ন  দেখছে,যার জন্য আপনিও গৌরবের অধিকারী।

→আপনি নৌকায় ভোট দিয়ে আপনার সন্তানের জন্য প্রতি বছর ১লা জানুয়ারি তে “নতুন বই” পাচ্ছেন।যা আপনার সন্তান সহ আপনি লাভবান হচ্ছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে “মেডিকেল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিট বাড়ানো” সহ আপনার সন্তানের জন্য উন্নত শিক্ষা নিশ্চিতের সুযোগ পেয়েছেন।

→আপনি নৌকায় ভোট দিয়ে উন্নত দেশের মতো “নাগরিক পরিচয় পত্র” “স্মার্ট  কার্ড ” এর অধিকারী হয়েছেন।।

→আপনি নৌকায় ভোট দিয়ে অনেক গৃহহীন পরিবার কে সরকারপক্ষ  থেকে “গৃহ নির্মাণ ” করে ঘরের মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন।।

→আপনি নৌকায় ভোট দিয়ে “বঙ্গবন্ধু  স্যাটেলাইট ” মহাকাশে পাঠানোর সুযোগ সৃস্টি করেছেন।যার জন্য আপনি বিরল গৌরবের অধিকারী হয়েছেন।…

 

মোঃ শামীম।

কৃষি বিষয়ক সম্পাদক, ৯৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাফরুল, ঢা:ম:উ:

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker