
যতই বাড়ছে দিন ভোগান্তি বাড়ছে তিনগুন। হচ্ছে না মাধাইয়া টু নবাবপুর সড়কের উন্নয়ন।
মোঃ হোসাইন আহমেদ
চান্দিনা-কুমিল্লা প্রতিনিধি
যতই বাড়ছে দিন ভোগান্তি বাড়ছে তিনগুন। হচ্ছে না মাধাইয়া টু নবাবপুর সড়কের উন্নয়ন। কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া টু রহিমানগর কর্নেল সফিকউল্লাহ সড়কটির বর্তমানে ভয়াবহ অবস্থা। প্রতিদিন ই হচ্ছে সড়ক দুর্ঘটনা। এই নিয়ে জনগণের যাতায়াতে হচ্ছে বিরাট সমস্যা।সর্বোস্থরের জনগণ সহ “দৈনিক চান্দিনার সময় কতৃপক্ষ” পাঁচবারের সফল সংসদ সদস্য ‘জনাব আলহাজ্ব আলী আশরাফ’ এম পি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দয়াকরে স্যার আমাদের এই সমস্যার একটি সমাধান করার জন্য অনুরোধ রহিল।





