চান্দিনারাজনীতি

ইউপি সাবেক চেয়্যারমান মোঃ বাবুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ যুবলীগ নেতার,দোয়া ও সমর্থন চান।

ইউপি সাবেক চেয়্যারমান মোঃ বাবুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ যুবলীগ নেতার,দোয়া ও সমর্থন চান। 

 

মাইজখার ইউনিয়ন প্রস্তাবিত ভাবনীখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ঘোষণা মোঃ জসিম উদ্দিনের। 

 

চান্দিনার মাইজখার ইউনিয়নের প্রস্তাবিত ৩ টি ইউনিয়নের একটি ইউনিয়ন ভাবনীখোলা ইউনিয়ন,এই প্রস্তাবিত ইউনিয়নের কৃতি সন্তান,রাজপথের লড়াকু সৈনিক,সৎ নিষ্ঠাবান,গরীবের বন্ধু,চান্দিনা আওয়ামীলীগের প্রাণ ভোমড়া সাবেক ডেফুটি স্পিকারের বিশ্বস্ত ভ্যানগার্ড এবং ব্যাক্তিগত আস্থাভাজন ও চান্দিনা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মোঃ জসিম উদ্দিন বদরপুর বাজারে সৌজন্য সাক্ষ্য করেন মাইজখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল এর সাথে এই সময় পরস্পরে কৌশল বিনিময় করে এবং যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন দোয়া ও সমর্থন চান কারণ হিসাবে জানায় আসছে ভাবনীখোলা ইউনিয়ন( প্রস্তাবিত)চেয়ারম্যান পদপ্রার্থী । 

যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন মেহার নামক স্থানে রাসেল সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ  করেন পরে স্থানীয় বিভিন্ন জায়গায় বাজারে মানুষের খোঁজ খবর নেন এবং অত্র ইউনিয়নের সবাইর কাছে দোয়া ও সমর্থন চান । 

 

    

Close