চান্দিনা
চান্দিনা যুবলীগের জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

চান্দিনা যুবলীগের জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।
কুমিল্লা চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়,উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম মুন্সী সহ চান্দিনা পৌর যুবলীগের সফল সভাপতি জনাব আব্দুস ছালাম কাউন্সিলর সহ সাধারণ সম্পাদক মোঃ জাকির সরকার সহ অসংখ্য নেতাকর্মীরা।
শোকের এই দিনে—মুজিব তোমায় মনে পড়ে
তুমি ছিলে-তুমি আছো-তুমিই থাকবে আজীবণ
কোটি বাঙ্গালীর হৃদয়ে….
” যারা করেছে বঞ্চিত পিতা,তোমার মুখের হাসি,করিনি ক্ষমা,করবোও না ক্ষমা,পরাবো তাদের ফাঁসি “
আজ সেই ১৫ ই আগস্ট বাংলার ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দিন–যেদিন গঠেছিল ইতিহাসের সবচেয়ে ঘৃনিত কাজ।এই দিনে হত্যা করা হয়েছিল বাংলার স্থপতি,যার কারনে আমরা পেয়েছিলাম আমার সোনার বাংলা ও পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখন্ড সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।