জাতীয়

কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের

নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

 

রিপন অাহমেদ ভূইয়া।

২৫ অক্টোবর  বৃহষ্পতিবার কুমিল্লায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা নতুন ভবন  উদ্বোধন করেন প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন। সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে ভবনটি উদ্বোধন করা হয়। পরে তিনি সুধী সমাবেশে যোগদেন।

 

কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, আইন সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আবুল হাসেম খান প্রমুখ। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিচারকবৃন্দ, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতের পাশাপাশি আইনজীবীদের দায়িত্ব ও ভূমিকা অপরিশীম।

তিনি বিচারকদেরকে মনে মনে বিচারপ্রার্থীদের স্থানে কল্পনা করার আহবান জানিয়ে বলেন, তাহলে তাদের কষ্ট ও দুর্ভোগ লাগব করার জন্য বিচারক হিসেবে আপনি আরো যত্নবান হবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বেঞ্চ ও বারের পারস্পরিক সুসম্পর্ক ও জ্ঞানের চর্চা একে অপরের সহায়তা করার মানসিকতা অপরিহার্য।

 

এ আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কুমিল্লায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ঘুরে দেখেন।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker