তিতাস

তিনি একজন ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সূত্র, কালের কন্ঠ ও সমকাল।

তিনি একজন ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

 

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। 

 

মঙ্গলবার সকালে ভিডিওটি ভাইরালের পর উপজেলায় সর্বস্তরের মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরহাদ ফকির একজন মাদকাসক্ত। তাকে দল ও চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা না হলে তিতাসে মাদক সমস্যা আরও বৃদ্ধি পাবেইয়বা সেবনের ভিডিও ভাইরালের বিষয়ে ফরহাদ ফকির বলেন, বিষয়টি কোন কারণে হয়েছে। ভাই এসব নিয়ে না লিখলে হয় না!

 

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, ফরহাদ ফকিরের ইয়বা সেবনের ভিডিও আমি দেখেছি। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, তাই কোন মন্তব্য করব না। 

 

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই বলে আসছি তিতাস-হোমনায় কোন মাদক থাকবে না। আর ভাইস চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও আমিও দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে জানানোর জন্য বলেছি। প্রমাণ হলে উপজেলা পরিষদ, জেলা প্রশাসন ও জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker