শিক্ষাঙ্গন
চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান অনুষ্ঠান

চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান অনুষ্ঠান
মো. আবদুল বাতেন
প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)
চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে যোগদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই জন সহকারী শিক্ষক চান্দিনা উপজেলা সদরের প্রাণ কেন্দ্রের ওই বিদ্যালয়ে যোগদান করেন। যোগদান করা শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক কমল বক্সী ও জেসমিন আক্তার।
যোগদান অনুষ্ঠানে বিদ্যালয়ের এসএমসি সহ-সভাপতি কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ইউআরসি ইন্সট্রাক্টর মো. মোস্তফা কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল ওয়াহাব, মো. নিজাম উদ্দিন, মো. মিজানুর রহমান পাটোয়ারী, শাহ্ সাইফুল আলম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিদ্যালয়ের সাবেক এসএমসি সভাপতি মো. মনির খন্দকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা, দক্ষিণ হারং সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান সরকার, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রানীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নজরুল ইসলাম প্রমুখ।





