রাজনীতি

জনগণের চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের

জনগণের চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের

জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সোমবার সকালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে। তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে।

 

এসময়, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই। সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো অগণতান্ত্রিক পথ বেছে নেবেন না।’

 

নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker