জাতীয়

“নিশ্চুপ ভালবাসা” ছবিটি মুক্তি পাওয়ার আগেই দর্শকদের মাঝে আলোচনার ঝড়।

বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক এর তালিকায় রাশেদ প্রহর একজন,ইতিমধ্যে “নিশ্চুপ ভালোবাসা”ছায়াছবির কাজ প্রায় শেষ এখন শুধু অপেক্ষার পালা কবে পাচ্ছে মুক্তি।

“নিশ্চুপ ভালোবাসা” চবির কাহিনী অসাধারণ এবং অভিনয়ের বিষয়ে কি আর বলব শুধু মুক্তির অপেক্ষক সিনেমা দর্শকরা বাংলা সিনেমায় উক্ত চবিটি এক দৃষ্টান্ত স্থাপন করবে দর্শকের মাঝে এইটা আস্থা ও বিশ্বাস করেন নায়ক রাশেদ প্রহর।

“নিশ্চুপ ভালোবাসা” ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা জেরিন সারা তিনি এই চবিতে নিজের সর্ব উচ্চ শ্রম দিয়ে অসাধারণ অভিনয় করেছেন দর্শকরা বহুদিন পরে পরিবারপরিজন নিয়ে ছবি টি দেখে আনন্দ পাবে এমনটাই গুন্জন শুনা যাচ্ছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker