অপরাধ

চাচিকে নিয়ে উধাও ইউপি মেম্বার

চাচিকে নিয়ে উধাও ইউপি মেম্বার

ডেস্ক রিপোর্ট ;
ফরিদপুরের সালথায় প্রেমের টানে চাচীকে নিয়ে ইউপি সদস্য নুরুল আলম উধাও। উপজেলার মাঝারদিয়া গ্রামে মঙ্গলবার (৭ জুন) এমন ঘটনা ঘটে বলে জানা যায়। মাঝারদিয়া ইউনিয়নের গোলপাড়া গ্রামের মৃ’ত আ: সামাদ মোল্লার ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী’ দুই সন্তানের জননী।প্রতিবেশী মৃত মঈনউদ্দিনের ছে’লে ইউপি সদস্য নুরুল আলমের সাথে প্রে’মের টানে পালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী জাহিদুল ইসলা’ম (৪০) বুধবার (৮ জুন) দুপুরে সালথা থানায় নিখোঁজ সংক্রান্ত বিষয় একটি সাধারণ ডায়েরি করেন ।স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য নুরুল আলমের স’ম্প’র্কে চাচী হতো লাবনী বেগম। দীর্ঘদিন ধরে জাহিদের বাড়িতে যাওয়া আসা ছিলো। লাবনী বেগম দুটি কন্যা সন্তানের জননী। তার বড় মে’য়ে মা’রিয়া আক্তার (৯) ও ছোট মে’য়ে ফারিয়া আক্তার (৫)। মে’য়ে দুটি কে নিয়ে বিপাকে পড়েছে জাহিদুল।জাহিদের পরিবার সূত্রে জানা যায় , নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যা কিছু ছিল তার সবকিছুই নিয়ে নুরুল আলমের সাথে পালিয়েছে লাবনী। লাবনী গভীর রাতে টয়লেটে যাওয়ার নাম করে ঘর থেকে বের হয়। ঘরে ফিরতে দেরি হলে পরিবারের সকলে মিলে বাড়ির আশেপাশে খুঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি।জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উপজে’লার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মোঃ মোফাজ্জল খালাসির কন্যা লাবনী আক্তারের সাথে ই’স’লা’মী শরিয়াহ্ মোতাবেক জাহিদুল ই’স’লা’মের বিবাহ হয়।এদিকে সালথা থা’নার এস আই আওলাদ হোসেন বলেন, এ বিষয়ে ওই গৃহবধুর স্বামী একটি নি’খোঁ’জ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেছে। ত’দ’ন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker