চান্দিনা
মাইজখারের ৩ নং ওয়ার্ডবাসী সহ চান্দিনাবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানান জালাল মেম্বার।

মাইজখারের ৩ নং ওয়ার্ডবাসী সহ চান্দিনাবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানান জালাল মেম্বার।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আসাদুর রহমান। কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখারের রসুলপুর,জিরুআইস,বামনীখোলার সর্বস্তরের জনগণ কে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান চান্দিনা উপজেলা ৯ নং মাইজখার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সফল মেম্বার চান্দিনা উপজেলা মাৎসলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান গরীবের বন্ধু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জনাব জালাল মেম্বার।
জালাল মেম্বার বলেন করোনা ভাইরাস মহামারীতে এই পবিত্র ঈদুল আযহা, পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক সুখ শান্তি সমৃদ্ধি ও অনাবিল আনন্দ সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখেই চলাফেরা করার আহবান জানান,এবং তিনি ৩ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চান,আল্লাহ সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুক আমিন।





