অপরাধ
পুলিশের অভিযানে ২০৫ (দুইশত পাঁচ) লিটার মদসহ গ্রেফতার ০৩

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ২০৫ (দুইশত পাঁচ) লিটার মদসহ গ্রেফতার ০৩
—————————
সাতকানিয়া থানার মামলা নং-১৬, তারিখ-২৪/০৭/২০২০খ্রি: ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(গ)/২৬ মূলে এসআই আহসান হাবীব সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২৪/০৭/২০২০খ্রি: ভোর ০৪.৩০ টায় সাতকানিয়া থানাধীন বাজালিয়ার হলুদিয়া বাজার এলাকায় বান্দরবান-কেরানীহাট মহাসড়কে তল্লাশি চালিয়ে ২০৫ (দুইশত পাঁচ) লিটার মদসহ আসামী ০১। মোঃ নাজির (৩৭), পিতা-মোহাম্মদ সফি, মাতা-পাকিজা খাতুন, সাং-দৌলতপুর, ফাজিলখাঁরহাট, থানা-কর্ণফুলী, সিএমপি চট্টগ্রাম, আসামী ০২। মোর্শেদুল আলম (২৫), পিতা-মাহাবুব আলম, মাতা-মরিয়ম বেগম, ও আসামী ০৩। মোঃ আরিফ (২২) পিতা-মোঃ জাফর, মাতা-হালিমা বেগম, উভয় ঠিকানা- সাং- চাতরী, ০৪ নং ওয়ার্ড, থানা-আনোয়ারা, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





