চান্দিনা

চান্দিনায় ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আলিফ মাহমুদ কায়সার

চান্দিনায় ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

||আলিফ মাহমুদ কায়সার ||

“একটি গাছ বাঁচায় হাজার প্রাণ, গাছ লাগান পৃথিবী বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি’ কর্তৃক গৃহীত “১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি”র শুভ উদ্বোধন করলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিয়াউল হক মীর।

০৬ জুন সোমবার চান্দিনা উপজেলা পরিষদ চত্ত্বরে একটি “জলপাই” বৃক্ষ রোপণ করার মাধ্যমে তিনি এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটির সদস্যবৃন্দ উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

গাছ লাগানোর পরবর্তী সময়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল হক মীর, চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি সদস্য ও আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই কর্মসূচিকে সফল ও বাস্তবায়ন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল হক মীর’কে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ থাকে যে, ২০২১ সালে গড়ে উঠা চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি ২০২২ সালের বর্ষা মৌসুমে চান্দিনা উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ১০ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়। তাদের উদ্দেশ্য হচ্ছে- বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগিয়ে সর্বসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ সচেতন করা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker