জাতীয়
ওবায়দুর-মাহাদী-কিংসলে জাতীয় দলে খেলতে হলে ফিফার অনুমোদন লাগবে, সেই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে

ওবায়দুর-মাহাদী-কিংসলে জাতীয় দলে খেলতে হলে ফিফার অনুমোদন লাগবে, সেই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে
কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের বিষয়ে ইতিমধ্যে ফিফার কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে বাফুফে। এখন শুধু কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বাকি। এছাড়া ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খানকেও দলে ভেড়াতে ফিফার কাছে আবেদন করেছে বাফুফে।
অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের জন্যও ফিফার অনুমোদন লাগবে। সে বিষয়েও প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশের ফুটবল ফেডারেশন-বাফুফে।