জাতীয়
হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সেলিনা বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের মাড়ামুড়া গ্রামের এ ঘটনা ঘটে। সেলিনা বেগম মাড়ামুড়া গ্রামের প্রবাসী খোকন মজুমদারের স্ত্রী। তার চারটি ছেলে সন্তান রয়েছে। সেলিনা উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে।
তিনি স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে বাস করতেন। ওই পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে স্বামী খোকনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। মঙ্গলবার সকালে তারা জানালা দিয়ে সেলিনা বেগমের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবার ও এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে এস আই জয়নাল আবেদীনকে পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন জানান, প্রাথমিক ভাবে লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা হতে পারে। তবে পিতার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে।
ইত্তেফাক/নূহু