শিক্ষাঙ্গন

আগামীকাল কুটুম্ব পুর মহিলা মাদ্রাসার নিজস্ব ভবনের নির্মাণ কাজের ধারাবাহিকতায় গ্রেট ভীম ঢালাইর উদ্বোধন

আগামী দিন রোজ বুধবার সকাল আট ঘটিকায় কুটুম্ব পুর মহিলা মাদ্রাসার নিজস্ব ভবনের নির্মাণ কাজের ধারাবাহিকতায় গ্রেট ভীম ঢালাইর কাজ করা হবে , এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন পীরে কামেল শায়খূল হাদীস আল্লামা শাহ #ইলিয়াস ছিদ্দিকী পীর সাহেব বদরপুর , প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব ইন্জিনিয়ার #মোহাম্মদ শামীম সাহেব ,পি এম সামিট পাওয়ার প্লান্ট , আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ

ধন্যবাদান্তে

মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুনিরী প্রধান শিক্ষক অত্র মাদরাসা ও এতিমখানা

01674008602

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker