
চান্দিনা উপজেলার ৯ং মাইজখার ইউনিয়ন কে তিন ভাগে বিভক্ত করার যে প্রস্তাবিত করা হয়েছে তা আপাতত হচ্ছেনা এমনটি এক বিশ্বস্থ সুত্রে খবর পাওয়া যায়।৯ং মাইজখার ইউনিয়ন কে বিভক্ত করার যে প্রস্তাব করা হয়েছে তা চলমান প্রক্রিয়ায় আছে আর তা বাস্তবতে রুপ নিতে অনেক সময় লাগবে বলে জানা যায়।
এমতবস্থায় চান্দিনায় সময় প্রতিনিধি প্রস্তাবিত বামনীখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে চান্দিনার সময় প্রতিনিধি তার দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করেন,
চান্দিনার সময় প্রশ্নঃ আপাতত ৯ং মাইজখার ইউনিয়ন বিভক্ত হচ্ছেনা আপনি প্রস্তাবিত বামনীখোলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন,এখন আপনার অবস্থান সম্পর্কে জানতে চাই।
মোঃ জসিম উদ্দিন বলেন দেখুন যেহেতু ৯ং মাইজখার ইউনিয়ন তিন ভাবে বিভক্ত করণ চলমান পক্রিয়াধীন এবং আপনাদের কাছ থেকে জানতে পারলাম আপাতত তা বিভক্ত হচ্ছেনা,তাই আমি আপনাদের মাধ্যেমে ৯নং মাইজখার ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ঘোষণা করলাম,আমি ৯নং মাইজখার ইউনিয়নের সর্বস্থরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চাই।
আসছে ৯ং মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন গনমানুষের নেতা চান্দিনার অহংকার,চান্দিনার উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের বিশ্বস্ত ভ্যানগার্ড ও চান্দিনা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য জনাব মোঃ জসিম উদ্দিন।





