চান্দিনা

করোনায় চান্দিনায় বিভিন্ন সড়কে টোকেনের টাকা দিয়ে সিএনজি চালাতে হিমশিম খাচ্ছে,

চালকরা এর থেকে পরিত্রাণ চায়।মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা

চান্দিনায় বিভিন্ন সড়কে টোকেনের টাকা দিয়ে সিএনজি চালাতে হিমশিম খাচ্ছে, চালকরা এর থেকে পরিত্রাণ চায়।

 

কুমিল্লা চান্দিনা উপজেলা বিভিন্ন সড়কে আদায় করা হচ্ছে সিএনজি চালকদের কাছ থেকে জিবি নামে টাকা প্রত্যেকটা স্পষ্টে সিএনজি ড্রাইভার রা টাকা দিতে হয় এমনি এখন মহামারী করোনা ভাইরাসে সিএনজি চালকদের ইনকাম নাই বলতে চলে আবার রোডে সিএনজি চালাইলে জিবি নামক বিভিন্ন স্পষ্টে টাকা দিতে হয়,এতে করে দিশাহারা সিএনজি চালকরা,চান্দিনা গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও চান্দিনা উপজেলা অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেন সিএনজি চালক ও মালিকরা তারা এই জিবি নামক টাকা নেওয়া বন্ধ করে সড়কে সিএনজি চলাচলের ব্যাবস্থা করে দেওয়ার,,,

 

বিস্তারিত চান্দিনার প্রত্যেক সড়কের স্পষ্ট গুলো পাঠকের উদ্দেশ্য তুলে ধরব,চোখ রাখুন চান্দিনার সময় নিউজ পোর্টালে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker