জেলার খবর
বাস আগলামন সংঘর্ষ, নিহত- ৬, আহত-৭

চুয়াডাঙ্গায় বাস আগলামন সংঘর্ষ, নিহত- ৬, আহত-৭
চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাস ও আগলামনের সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। উপজেলার সরোজগঞ্জ এলাকায় শনিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়্যাল পরিবহণের একটি বাস শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি আগলামনকে স্বজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হন আরো কয়েকজন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে আরো তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-চুয়াডাঙ্গার তিতুদহ এলাকার মিলন (৪০), সোহাগ (২০), শরীফ (৩০), রাজু (৩০), ষষ্টি (৩৫) ও কালু (৪৫)।
এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।





