চান্দিনা
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব করিম মাস্টারের দাফন সম্পন্ন

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব করিম মাস্টারের দাফন সম্পন্ন
রিপন অাহমেদ ভূইয়া।
কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি’র উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব মো. আবদুল করিম মাস্টার (৮২) এর জানাজা রোববার (১১ নভেম্বর) বেলা ২টায় হারং সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে মরহুমের বর্ণাঢ্য রাজনীতিক জীবনের স্মৃতিচারণ করেন- কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, মরহুমের বড় ছেলে মো. হারুনুর রশিদ, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন ভুইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. জমির উদ্দিন ঝন্টু, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. আবদুল মান্নান সরকার, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, পৌর জামায়াত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ বাহার। জানাজায় ইমামতি করেন- চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।
উল্লেখ্য, কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপি’র উপদেষ্টা প্রবীণ রাজনীতিবীদ আলহাজ্ব মো. আবদুল করিম মাস্টার (৮২) শনিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে কুমিল্লা হার্ট ফাউন্ডেশন হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ……. রাজেউন)।





