চান্দিনা
রানীচড়া পশ্চিম পাড়া টু রানীচড়া বাজার রাস্তাটি দ্রুত সংস্কার করা অতীব জরুরি।

রানীচড়া পশ্চিম পাড়া টু রানীচড়া বাজার রাস্তাটি দ্রুত সংস্কার করা অতীব জরুরি।
চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নের রানীচড়া পশ্চিম পাড়া টু রানীচড়া বাজারে আসা রাস্তাটি বেহাল অবস্থা, এলাকার জনসাধারনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে তাই অত্র এলাকাবাসীর দাবী দ্রুত রাস্তা টি মেরামত করে দেওয়ার।
দৃষ্টি আকর্ষণ করছি চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও স্থানীয় দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ সফল চেয়ারম্যান জনাব সাহাবুদ্দিন মাষ্টার সহ নীতিনির্ধারকদের উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর যাতায়াতের উপযোগী করার।