চান্দিনাজাতীয়

মোশাররফ হোসাইন মাহমুদ এর নিজস্ব অর্থায়নে দুইটি রাস্তা মেরামত করায় কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

মোশাররফ হোসাইন মাহমুদ এর নিজস্ব অর্থায়নে দুইটি রাস্তা মেরামত করায় কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। 

স্থানীয় প্রতিনিধি, 

কুমিল্লা চান্দিনার ১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান ঢাকা মহানগর ইসলামি ঔক্যজোটের সংগ্রামী সভাপতি ও মারকাযুল ফোরকান শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান,গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিমিটেডের সম্মানিত মান্যাজিং ডাইরেক্টর এবং তাবাসসুম এন্টারপ্রাইজ ও তাবাসসুম ট্রাভেল এন্ড টুরিজম ও মারকাযুল ফোরকান ফাউন্ডেশনের পরিচালক জনাব হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদের নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে অবহেলিত জনবহুল দুইটি রাস্তা সংস্কার করেন,

১৩ নং জোয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া মদিনাতুল উলূম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা থেকে জোয়াগ পশ্চিম পাড়া গভীর নলকূপ সংলগ্ন রাস্তা ও করিতলা পাকা রাস্তার থেকে জোয়াগ পশ্চিম পাড়া গভীর নলকূপ সংলগ্ন পর্যন্ত রাস্তা দুইটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিলো স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধির বারবার দৃষ্টি আকর্ষণ করা হলে ও তার কোন ব্যাবস্থা নেয়নি এমতাবস্থায় এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, জনগণের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে রাস্তা দুইটি মেরামত করেন হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ।

মানবতার ফেরিওয়ালা মানবিক চিন্তা করে হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ রাস্তা দুইটি  মেরামত করায় এলাকার হাজার হাজার মানুষ শান্তিতে রাস্তা দুইটি চলাচলের উপযোগী করেছে, এলাকাবাসীর জন্য  মানবিক কাজটি করার জন্য হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় জনগণ, এবং তাহার সর্বাঙ্গে সাফল্য কামনা করেন। 

সার্বিকভাবে সহযোগিতা করেন ক্বারী ইসমাঈল ফাউন্ডেশন এর সদস্য ও স্থানীয় এলাকাবাসী,

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker