চান্দিনারাজনীতি

কুমিল্লা-৭ : আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডা. প্রাণগোপাল দত্ত

কুমিল্লা-৭ : আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডা. প্রাণগোপাল দত্ত
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) প্রথম দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন প্রার্থী।
তারা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত, চান্দিনা উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহজালাল মিঞা শিপন এবং জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ। রবিবার আরো একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে।প্রসঙ্গত, গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker