চান্দিনা

চান্দিনা মাধাইয়া- রহিমানগর সড়কের কাশিমপুর কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

চান্দিনা মাধাইয়া- রহিমানগর সড়কের কাশিমপুর    কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় জাকির হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের কাশিমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জাকির হোসেন মাধাইয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর-গোবিন্দপুর গ্রামের মৃত মোকশত আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি মহিচাইল থেকে মাধাইয়া আসছিল আর কাভার্ডভ্যানটি মহিচাইলের দিকে যাচ্ছিল। কাশিমপুর এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

 

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় এক যুবক অটোরিকশা চালকের মরদেহ দেখে পুলিশ খবর দেন। আমরা মহিচাইল বাজার এলাকা থেকে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান ও চালককে আটক করেছি। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker