চান্দিনা
করোনামুক্ত হলেন চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব

করোনামুক্ত হলেন চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব
সস্ত্রীক করোনা মুক্ত হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) প্রতিষ্ঠাকালীন আহবায়ক আহসান হাবীব।
বুধবার (১ জুলাই) দুপুরে তিনি নিজের ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।
উল্লেখ্য, গত ৩০ মে নমুনা দিয়ে ৩ জুন আহসান হাবীব ও তাঁর স্ত্রী নাজনীন আক্তার কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। গত ১৩ জুন দ্বিতীয়বার নমুনা দিয়ে ১৮ জুন আবারও পজিটিভ রিপোর্ট আসে দুজনেরই।
সর্বশেষ, গত ২৩ জুন তৃতীয়বার নমুনা দেন এবং ১ জুলাই দুজনেরই করোনা নেগেটিভ আসে।





