অর্থনীতিজাতীয়তথ্য প্রযুক্তি
আগামী ১৪ মার্চ গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিঃ অফিস উদ্বোধন ও একক আবাসন মেলা ও দোয়া অনুষ্ঠান।

আগামী ১৪ মার্চ গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিঃ অফিস উদ্বোধন ও একক আবাসন মেলা ও দোয়া অনুষ্ঠান।
রাজধানীর মুগদায় আগামী ১৪ ই মার্চ সকাল ১০ ঘটিকায় গ্রীণ মডেল টাউন,ব্লক নং-বি,এভিনিউ-৪ গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিঃস্টিল ব্রীজ সংলগ্ন সাইট অফিস উদ্বোধন ও একক আবাসন মেলা উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সুনামধন্য উলামায়ে কেরাম ও সুধি সমাজ ও সাংবাদিক সহ গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিঃ এর শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত থাকিবেন।উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
সালামান্তে,,,,,,,,,,,,ডাঃ মোঃ শফিউল্লাহ ভূঁইয়া, চেয়ারম্যান, গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিঃ ও মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ, ব্যাবস্থাপনা পরিচালক, গ্রীণ খিদমাহ প্রপাটিজ লিমিটেড।