আন্তর্জাতিকজাতীয়

১৫ দিনের মধ্যে বিদেশ থেকে (করোনা আক্রান্ত কোন দেশ থেকে) কেউ আসেন প্রশাসন কে অবহতি করুন।

সম্মানিত দেশবাসী  ঃ

আসসালামু আলাইকুম ঃ

 

দেশের একজন সচেতন নাগরিক হিসেবে

সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি বিগত ১৫ দিনের মধ্যে বিদেশ থেকে (করোনা আক্রান্ত কোন দেশ থেকে) কেউ আসেন। তবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বার। পৌর মেয়র। সিটি মেয়র। অথবা থানার নির্বাহি কর্মকর্তা। সিভিল সার্জনের নিকট ,‌ তাহার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার বিনয়ের সাথে অনুরোধ করছি। আশেপাশের সকল জনসাধারণের নৈতিক দায়িত্ব হলো আপনার প্রতিবেশী কেউ বিদেশ ফেরত অনুরূপভাবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো। যদি মনে করেন বা দেখেন। বিদেশ ফেরত কেউ ১৫ দিন নিজ বাড়িতে অবস্থান না করে বাইরে ঘোরাফেরা করছে। অবশ্যই‌ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অথবা প্রশাসনকে অবহিত করুন। আমি আপনি আমরা সকলে এই মুহূর্তে সতর্ক থাকা একান্ত  জরুরী। আতঙ্ক হওয়ার কিছু নেই হেফাজতের মালিক আল্লাহ।

◼️ জনবহুল এলাকা পরিহার করুন।

◼️ অতিপ্রয়োজন ব্যতীত বাহিরে ঘুরাফেরা বন্ধ করুন।

◼️ নিজের ছেলেমেয়েদের ঘরে থাকতে বলুন।

◼️ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।

◼️ বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন।

◼️ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

◼️ জ্বর সর্দি কাশি ঠান্ডা জনিত সমস্যা হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং মাস্ক ব্যবহার করুন।

◼️ নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করুন◼️

 

◼️ মনে রাখবেন এই দেশটা আমার ‌আপনার আমাদের সকলের। এই বিপদের মুহূর্তে পরিষ্কার পরিছন্নতা যেমন দরকার , ঠিক তেমনি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের সবাইকে এই মরণব্যাধি রোগ থেকে হেফাজত করেন। আমিন।

◼️

আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর ভরসা রাখুন আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ।

 

🕴️ মানুষ মানুষের জন্য ✈️

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker