চান্দিনাজাতীয়

সেচ্চায় রক্তদাতা সংগঠন ব্লাড ডোনেশন এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এতিমদের মাঝে ইফতার আয়োজন।

 

 

সেচ্চায় রক্তদাতা সংগঠন ব্লাড ডোনেশন এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এতিমদের মাঝে ইফতার আয়োজন।

 

আজ ২৯-০৫-১৯ইং

রোজঃ- বুধবার।

কুমিল্লার চান্দিনা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান দোল্লাই নোয়াবপুর  সরকারী কলেজের একঝাক মেধাবী তরুনদের নিয়ে গঠিত ব্লাড ডোনেশন এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের জন্য আব্দুল বারী রাঃ এতিমখানায় এক বিশাল ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত সংগঠনটি বৃহত্তর কুমিল্লাসহ, ঢাকা এবং চাদঁপুরে বিভিন্ন অসহায় এবং মুমূর্ষ রোগীদের সেচ্ছায় রক্তদান করে আসছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজসহ অসহায়দের সেবা করে আসছে।

উক্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দোল্লাই নোয়াবপুর সরকারী কলেজের প্রভাষক জনাব আতিক উল্লাহ এবং সভাপতি ইন্টার দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র  মাহমুদুল হাসান রাসেল (কুদুটি)এবং সাধারন সম্পাদক মোঃ- জালাল মুন্সী অভিশেক (নাটিংগী)

সংগঠনটির ২১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিসহ ০৩টি শাখা কমিটি রয়েছে,

সংগঠনের সকলে নিবেদিত প্রান এবং  সামাজিক ভাবে তাদের অবদান অনস্বীকার্য।

যেকোন সাহায্য পেতে এবং জরুরী রক্তের প্রয়োজনে ০১৮৮২৮৮২৮২১/০১৮৭৫৭৭০৪১২.   নাম্বারে অথবা সংগঠনের যেকোন সদস্যের সাথে যোগাযোগ করবেন।

Close