আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে জার্মানির মিউনিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে জার্মানিতে শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ৫৫তম এডিশনের সাইডলাইনে স্বাস্থ্য সংকট বিষয়ক একটি গোলটেবিলে বক্তৃতা করেন তিনি এবং নিরাপত্তা হুমকি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন।আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান কৌঁসুলি ড. ফাতু বেনসুদা ও পরমাণু অস্ত্র বিলুপ্তিকরণ বিষয়ক আন্তর্জাতিক প্রচারণার নির্বাহী পরিচালক নোবেল বিজয়ী বেট্রিস ফিন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এছাড়া, জার্মানিতে বাংলাদেশ মিশন আয়োজিত একটি কমউিনিটি সংবর্ধনায় যোগ দেন। আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker