আন্তর্জাতিকজাতীয়লাইফস্টাইল
“মেয়ে নাম্বার ওয়ান” ছবির শুটিং অচিরেই শুরু হবে,,নায়িকা জয়া চৌধুরী।

“মেয়ে নাম্বার ওয়ান” ছবির শুটিং অচিরেই শুরু হবে,,নায়িকা জয়া চৌধুরী।
বাংলাদেশের সিনেমা জগৎতের মানবিক নায়িকা,লাখো লাখো মানুষের জনপ্রিয় নায়িকা জয়া চৌধুরীর নতুন ছবি “মেয়ে নাম্বার ওয়ান” ডাইরেক্টর বাই জনাব কালাম কায়সার খুব শ্রীগ্রই শুটিং শুরু হতে যাচ্ছে,নায়িকা জয়া চৌধুরী তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যেমে ফেইসবুকে তা ঘোষণা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে জয়া চৌধুরী বলেন, ইনশাআল্লাহ“মেয়ে নাম্বার ওয়ান”ছবিটি কিছুদিনের মাঝে শুটিং শুরু হবে,ছবি টি ডাইরেক্টর বাই জনাব কালাম কায়সার এই ছবিটির গল্প মনমুগদ্ধকর যা দর্শকরা উপভোগ করতে পারবেন,আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের হুদয়ে স্থান করে নিতে পারি অভিনয় করে ভালো কাজ উপহার দিয়ে,