জাতীয়লাইফস্টাইল

“মেয়ে নাম্বার ওয়ান”সিনেমার শুটিং শুরু পহেলা ডিসেম্বর,দোয়া কামনায় নায়িকা জয়া চৌধুরী।

“মেয়ে নাম্বার ওয়ান”সিনেমার শুটিং শুরু পহেলা ডিসেম্বর,দোয়া কামনায় নায়িকা জয়া চৌধুরী। 

জনপ্রিয় এই সময়ের বাংলা সিনেমার নায়িকা জয়া চৌধুরী নায়ক শাহরিয়াজ জুটি“মেয়ে নাম্বার ওয়ান” নামে সিনেমার শুটিং পহেলা ডিসেম্বর থেকে শুরু হতে হবে। 

“মেয়ে নাম্বার ওয়ান” ছায়াছবি টির ডাইরেক্টর হিসাবে আছেন বহুল আলোচিত জাতীয় পুরুষ্কার প্রাপ্ত সিনেমা“কারাগার”এর ডাইরেক্টর জনাব কালাম কায়সার,মা চরিত্রে অভিনয় করবেন রেবেকা,বাবা চরিত্রে অভিনয় করবেন আমির সিরাজী,ভিলেন চরিত্রে অভিনয় করবেন সেবা শানু ও রাজু সরকার সহ অনেকে,ফাইটিং(একশ্যান) ডাইরেক্টর হিসাবে আছেন যুগান্তর চাকমা চাইনিজ। 

“মেয়ে নাম্বার ওয়ান” ছায়াছবির কাহিনী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিবে এবং অসম্ভব ভালো লাগবে,যতটুকু জানা গেছে এই ছায়াছবি  টি পুরাই লেডি একশ্যান সিনেমা,মূল চরিত্রে নায়িকা জয়া চৌধুরী থাকেন একজন সৎ সাহসী লেডি পুলিশ অফিসার তিনি সর্বদা অন্যায় এবং মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী একজন পুলিশ অফিসার,এই লেডি পুলিশ অফিসার সর্বদা জনগণের জন্য কাজ করেন এবং অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন,এসব কারণে পুলিশ অফিসার ভিবিন্ন ষড়যন্ত্রের শিকার হন কিন্তু অপশক্তিরা থেমে থাকেনি বরং একসময় ষড়যন্ত্রকারীরা লেডি পুলিশ অফিসার কে চাকরী থেকে বহিস্কার করতে সক্ষম হন,চলে আসেন জনগনের কাতারে কিন্তু তাতে ও ক্ষান্ত হননি সন্ত্রাসীরা প্রতিনিয়ত তিনি বাধাগ্রস্থ হন এবং নির্মম নির্যাতনের শিকার হন এমনি অসাধারণ কাহিনী নিয়ে “মেয়ে নাম্বার ওয়ান”সিনেমা নির্মিত হতে যাচ্ছে আসছে পহেলা ডিসেম্বর। এই সিনেমা নিয়ে জনপ্রিয় নায়িকা জয়া চৌধুরী আমাদের প্রতিনিধি কে বলেন,মেয়ে নাম্বার ওয়ান সিনেমা ইনশাআল্লাহ পহেলা ডিসেম্বর শুটিং শুরু হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন,এই চবিটির গল্প অসাধারন দর্শকদের সামনে নতুনত্ব নিয়ে আমরা আসছি ইনশাআল্লাহ। 

 

 

 

 

 

 

    

Close