অর্থনীতিজাতীয়শিক্ষাঙ্গন

বৃক্ষ প্রেমিক আঃ মতিন আগামীকাল চারটায় বানিজ্য মেলায় সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানান।

বৃক্ষ প্রেমিক আঃ মতিন আগামীকাল চারটায় বানিজ্য মেলায় সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানান।   

নিউজ ডেক্সঃ

গাঁছ লাগান,পরিবেশ বাঁচান এই স্লোগান কে সামনে রেখে অক্লান্ত নিরলস ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করছেন কুমিল্লা চান্দিনার কৃতি সন্তান চান্দিনাবাসীর গর্ব বৃক্ষ প্রেমিক জনাব আবদুল মতিন,তিনি অনর্গল ভাবে দেশের সর্বস্থরের সবাইকে বৃক্ষ রোপণ করতে উদবদ্ধ করছেন নিরলস ভাবে,তিনি বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ ও পশ্চিম থেকে পূর্ব বিভিন্ন জেলা/থানা/ইউনিয়নে চসে বেড়াচ্ছেন এবং বিভিন্ন স্কুল/মাদ্রাসা/হাঁটে বাজারে/ মানববন্ধন ও সামাজিক আন্দোলন অনবরত করছেন যা চোখে পরার মত,তার শুধুমাত্র চাওয়া সবাই ৪ টা করে গাঁছ রোপন করুন,গাঁছ লাগান,পরিবেশ বাঁচান,বাংলাদেশ গ্রীণওয়ার্ল্ড মোভমেন্ট বিডি আন্দোলনের চেয়ারম্যান হিসাবে নিরলস ভাবে কাজ করছেন যা দৃষ্ঠান্তমূলক। তিনি আগামীকাল বিকাল চারটায় ঢাকা আগারঁগাও বানিজ্য মেলায় যাহারা গাঁছ কে ভালোবাসেন তাদের কে বিনীতভাবে আহবান করে বলেন আপনারা সবাই আমার সাথে যোগদিন ইনশাআল্লাহ একদিন না একদিন আমি/আমরা/আপনারা সফল হব। আগামিকাল বৃক্ষ প্রেমিক মতিন সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যেমে ফেইসবুকে লাইভ অনুষ্ঠান করবেন এবং বিভিন্ন মিডিয়ায় তার ভবিষ্যৎ পরিকল্পনা  তুলে ধরবেন বলে জানা গেছে,তাই যথাসময়ে গাঁছ প্রেমিক সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান করেন । 

ধন্যবান্তেঃ বৃক্ষ প্রেমিক আঃ মতিন,চেয়্যারমান গ্রীনওয়ার্ল্ড মোভমেন্ট বিডিঃ

 

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker