
মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশে চলমান উন্নয়নের মুর্তপ্রতিক চান্দিনা টু জগৎপুর রোড ভায়া রামমোহন বাংলা বাজারের পশ্চিম পার্শ্বে রাস্তার প্রথম মোড়ে বিদ্যুৎ খুটির টানা তারটি রাস্তার মধ্যে এবং দুটি খুটি রাস্তার ভিতরে রেখেই রাস্তার কাজ চলছে। এভাবে বিদ্যুতের খুটি ও টানা তার রাস্তার মধ্যে রেখে রাস্তা নির্মান করলে ১০০% দুর্ঘটনার সম্ভবনা।এ অবস্থায় পালা এবং টানা তারটি সরিয়ে রাস্তা নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি