জাতীয়
ফখরুলকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রলীগের

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দেয়া বক্তব্য প্রত্যাহার এবং এ ঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ।তা নাহলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছে তারা। পাশাপাশি এ ঘটনায় মির্জা ফখরুলসহ জড়িতদের বিরুদ্ধে মামলার করারও ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র’র প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।