জাতীয়তথ্য প্রযুক্তিরাজনীতিলাইফস্টাইল

“প্রতিহিংসার রাজনীতি ছেড়ে,প্রতিযোগিতার রাজনীতিতে আসুন””ওমর ফারুক।

“প্রতিহিংসার রাজনীতি ছেড়ে,প্রতিযোগিতার রাজনীতিতে আসুন””ওমর ফারুক।

যদি প্রতিহিংসার রাজনীতি করতে থাকেন তাহলে আপনার দ্বারা কোন কিছু উপকার হবেনা এবং আপনিও উপকৃত হবেন না,মনে রাখা ভালো,প্রতিহিংসা মানুষকে ধংসের মুখে ঠেলেদেয়।

আপনি প্রতিহিংসা করতে চেয়ে,এক সময় সে ব্যক্তির ক্ষতি করতে অটোমেটেক্লি মনস্থির করে ফেলবেন এবং একটা বড় ভুল করে বসতে পারেন।কিন্তু একবার ভুল হয়ে গেলে পরে হয়তো আফসোস ছাড়া আর কিছু করার থাকবেনা।

আপনি কি মনে করেন আপনি কাহারো জন্য ক্ষতি করবেন আর আপনি ভালো থাকবেন,কখনই না।কারণ আপনার কর্ম ফল আপনাকে ভোগ করতে হবে,

প্রতিযোগিতার রাজনীতি করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার দ্বারা মানুষের কল্যাণ হবে।আপনার একটু কিছু হলে সাধারন মানুষ গুলি আপনার পাশে এসে দাড়াবে।যদি আপনি এখন খারাপ অবস্থায় থাকুন একদিন আপনি অনেক উপরে যেতে পারবেন।এবং আপনার প্রজন্ম সারা জীবন আপনাকে মনে রাখবে,ইতিহাস হয়ে থাকবেন মানুষের হৃদয়ে।

 

আসুন আমরা রাজনীতি দ্বারা মানুষের কল্যান এর কাজ করি।মানুষের কাছে রাজনীতি ভয় নয় একটা সু্ন্দর স্বপ্ন হয়ে থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২১ ও ৪১ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

জয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা………

Close