চান্দিনা

নিটল নিলয় এক্সপ্রেস এর সর্বোচ্চ গাড়ী বিক্রয়ে চান্দিনার ফ্রেন্ডস মটরসের শ্রেষ্ঠত্ব অর্জন

নিটল নিলয় এক্সপ্রেস এর সর্বোচ্চ গাড়ী বিক্রয়ে চান্দিনার ফ্রেন্ডস মটরসের শ্রেষ্ঠত্ব অর্জন

 

 

টাটা নিটল নিলয় এক্সপ্রেস মটরস এর সর্বোচ্চ গাড়ী বিক্রয় করে সারা দেশের মধ্যে কুমিল্লার চান্দিনা ফ্রেন্ডস মটরস শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

 

এ উপলক্ষে মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান অটবি সেন্টারে দেশের সকল ডিলারদের মধ্যে থেকে সর্বোচ্চ গাড়ী বিক্রয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেসার্স ফ্রেন্ডস মটরস এর স্বত্তাধীকারী কে.এম জামাল ও কামাল মুন্সির হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন নিটল নিলয় এক্সপ্রেস মটরস এর চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। 

 

এসময় প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের সকল ডিলাররা উপস্থিত ছিলেন। 

 

ফ্রেন্ডস মটরস এর স্বত্তাধিকারী কে.এম জামাল জানান, সর্বনিম্ন দেড় লাখ টাকায় নগদ ও সহজ কিস্তিতে গাড়ী বিক্রি করে অতি অল্প সময়ে মাধাইয়া বাজারে অবস্থিত মেসার্স ফ্রেন্ডস মটরস আস্থা ও সুনাম অর্জন করেছে। আমরা নগদ ও সহজ কিস্তিতে গাড়ী দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবো।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker